ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

জবি ইউটিএল এর আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে অধ্যাপক ড.লায়েক ও সাদী

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

জবি ইউটিএল এর আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে অধ্যাপক ড.লায়েক ও সাদী

ছবিঃ আমার ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েককে আহ্বায়ক ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদীকে সদস্যসচিব করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনে শিক্ষক লাউঞ্জে ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এই কমিটি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে ইউটিএলের সদস্যসচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, ‘১৯৪৭-এর আজাদী, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল এক সুনির্দিষ্ট ভিশন নিয়ে আত্মপ্রকাশ করেছে।
সংগঠনের ভিশন হলো একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা, যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করে। পাশাপাশি আমরা পাঁচটি মৌলিক কাজ—একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা ও সমষ্টিগত দায়িত্ব এ কাজ করব।’
সংগঠনের সদস্য পদ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএলের মূলনীতি, ভিশন, মিশন, লক্ষ্য ও কার্যাবলির সঙ্গে একমত, তিনি এর সদস্য পদের জন্য যোগ্য।’


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. বিলাল হোসাইন বলেন, ‘চিন্তার দিক থেকে ইউটিএল বাংলাদেশি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন : এটি মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থীদের সংগঠন-বিশ্বাসীদের সংগঠন।
আমরা বলেছি, ধর্মবিশ্বাসী যেকোনো ধর্মের মানুষ ইউটিএলের সদস্য হতে পারবেন। তবে নিজেকে সেক্যুলার বা ধর্মহীন পরিচয় দেন, এমন কাউকে আমরা ইউটিএলের সদস্য করি না।'

ডাকসু নির্বাচনে ইউটিএলের ভূমিকা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘ইউটিএল সর্বদা চেয়েছে যেন সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সে লক্ষ্যে ইউটিএল প্রশাসনকে নানা পরামর্শ দিয়েছে এবং ভোটের দিন প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণের আওতায় রেখেছে।
আমরা আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব, ইনশাআল্লাহ।’

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক পদে ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামছুল আরেফীন। যুগ্ম সদস্য সচিব পদে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন এবং কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুস সালাম। এ ছাড়া কমিটিতে আরো ৯ জন শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সময় আরো  উপস্থিত ছিলেন ইউটিএলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ড. মো. রফিকুল ইসলামসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!