ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নোবিপ্রবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শুভ– হৃদয়

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

নোবিপ্রবিতে  বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে  শুভ– হৃদয়

ছবিঃ আমার ক্যাম্পাস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের চতুর্থ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ২৫ অক্টোবর ( শনিবার) নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদ মাহমুদ হৃদয়।

নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন পরিষদের সদস্যরা।

নবনিযুক্ত সভাপতি মেহেদী হাসান শুভ বলেন, “নোবিপ্রবিতে বগুড়া জেলার শিক্ষার্থীদের একতা, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্বও বটে। একাডেমিক ও সাংগঠনিক উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ে বগুড়ার শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতেই আমি কাজ করে যেতে চাই।”

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ হৃদয় বলেন, “পরিষদের সঙ্গে শুরু থেকেই কাজ করছি। নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান ছিল আমাদের সফল আয়োজন, যা পুরো দলের ঐক্যের ফল। আগামীতেও বগুড়ার শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃৃৃঢ় করা এবং পরিষদকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর করে তুলতে কাজ করতে চাই।”


নোবিপ্রবিস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, নবগঠিত এই কার্যকর সংসদ আগামী এক বছর নোবিপ্রবিতে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

আমার ক্যাম্পাস/হিমেল রানা

Link copied!