ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাতের উদ্যোগে বিএনপির ৩১ দফা প্রচার

জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাতের উদ্যোগে বিএনপির ৩১ দফা প্রচার

ছবি: আমার ক্যাম্পাস

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা' সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদল লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেইট, গোবিন্দগঞ্জ, মালঞ্চ এবং স্টেশন রোড এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা জনগণের মধ্যে প্রচার করাই ছিল এই পূর্ব কর্মসূচির মূল লক্ষ্য। লিফলেট বিতরণকালে জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, ‘দফাগুলো কার্যকর হলেই দেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার নিশ্চিত হবে এবং জনগণের অর্থনৈতিক মুক্তি মিলবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি, এই রূপরেখাই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন দিকনির্দেশনা। একটি সুস্থ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আমরা এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বিভিন্ন পেশাজীবী ও সাধারণ পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করেন।

আমার ক্যাম্পাস/ইয়াসির আরাফাত

Link copied!