ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রক্টরের রুটিন দায়িত্বে সহযোগী অধ্যাপক রেজাউল রাকিব

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

জাবি প্রক্টরের রুটিন দায়িত্বে সহযোগী অধ্যাপক রেজাউল রাকিব

ছবিঃ আমার ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের রুটিন দায়িত্ব পালন করবেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর বর্তমান প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের পাঠানো এক চিঠিতে এ দায়িত্ব অর্পণের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ব্যক্তিগত কারণে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করবেন প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে শিক্ষার্থী ও ক্যাম্পাসের নিরাপত্তা-সংক্রান্ত দায়িত্ব নির্বিঘ্ন রাখতে ওই চার দিন রুটিন দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর মোহাম্মদ রেজাউল রাকিব।

প্রক্টরের দায়িত্ব সাময়িকভাবে অর্পণ করলেও বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমে যাতে কোনো প্রকার জটিলতা তৈরি না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে মোহাম্মদ রেজাউল রাকিব সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থী ও শিক্ষক মহলে তাঁর দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন সূত্র জানিয়েছে, এই স্বল্প সময়ের জন্য তাঁর কাছে দায়িত্ব অর্পণ করায় প্রক্টর অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আমার ক্যাম্পাস/ঐশী ইসলাম

Link copied!