দুর্গাপূজা এবং ফাতেহা-ই-ইয়াজদাহম লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদহম ও লক্ষীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ১, ২, ৪ এবং ১০ অক্টোবর বন্ধ থাকবে।
উল্লেখ্য, ক্লাস ছুটি শুরু হচ্ছে রবিবার থেকে। এর আগে শুক্রবার ও শনিবার যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন। এদিকে, ক্লাস ও অফিস বন্ধ থাকলেও প্রতিবারের মতো খোলা থাকবে আবাসিক হল ও চিকিৎসাকেন্দ্র।

আপনার মতামত লিখুন :