ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুকসুর গঠনতন্ত্র প্রণয়নে ৫ সদস্যের কমিটি গঠন

কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুবি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

কুকসুর গঠনতন্ত্র প্রণয়নে ৫ সদস্যের কমিটি গঠন

ছবিঃ আমার ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। 


বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 


জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন কাজী নজরুল ইসলাম হল প্রাধ্যক্ষ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, বিজয় ২৪ হল প্রভোস্ট ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ।  


এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে এবং সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ে কমিটি তাদের কাজ শেষ করে প্রতিবেদন জমা দিবে।

আমার ক্যাম্পাস/ফয়সাল

Link copied!