কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ যাত্রার একবছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নীল বাস রাখার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, “প্রতিবর্তনের প্রথম বর্ষপূর্তি আমাদের সাংস্কৃতিক পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। গান, নাচ ও সংস্কৃতির চর্চাই তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে। এই কনসার্ট শুধু বিনোদন নয়, ক্যাম্পাসে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তাও ছড়িয়ে দিচ্ছে।”
তিনি এ আয়োজনে সহযোগিতার জন্য এয়ারটেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, সাবেক ও বর্তমান সদস্য এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পরিবেশিত হয় প্রতিবর্তনের উদ্বোধনী নৃত্যসহ প্ল্যাটফর্ম, গন্তব্যহীন ও আফটারম্যাথ ব্যান্ডের গান।

আপনার মতামত লিখুন :