ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবিতে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে মহালয়া উদ্‌যাপন

কনট্রিবিউটিং রিপোর্টার, কুবি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫

কুবিতে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে মহালয়া উদ্‌যাপন

ছবিঃ আমার ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ-এর উদ্যোগে তৃতীয়বারের মতো মহালয়া উদ্‌যাপিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় অস্থায়ী প্রার্থনা কক্ষে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

যন্ত্রসহযোগে সকাল ৭টার দিকে কুবি'র মুক্তমঞ্ছে মহালয়ার পবিত্র প্রভাতে শুরু হয় বেদমন্ত্র পাঠ, চণ্ডীপাঠ, আগমনি সংগীত, প্রাতঃকালীন সংগীত, দেবী বন্ধনা যার মধ্য দিয়ে সূচনা হয় দেবীপক্ষের, আর সমাপ্তি ঘটে পিতৃপক্ষের। ভোরের আলোয় মুক্তমঞ্ছে ভরে ওঠে সনাতনী শিক্ষার্থীদের উপস্থিতি, একাগ্রতা ও ধর্মীয় আবহে। এই বিশেষ দিনে ধ্বনিত হয় দেবী দুর্গার মর্ত্যে আগমনের বার্তা, যা অশুভের বিরুদ্ধে শুভর চিরন্তন জয়ের প্রতীক।

প্রথম পর্বে পূজার শেষভাগে ধুনুচি নৃত্য শেষে উপস্থিতদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। একই দিনে রাত ৮টার দিকে শুরু হয় দ্বিতীয় পর্বের সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের শিক্ষার্থী শ্রী কর্ণ চন্দ্র আচার্য্য ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন শ্রাবণী চক্রবর্তী ও কেবি জর্জ রায়। আয়োজক সংগঠন জানিয়েছে, এ বছর মহালয়া আয়োজিত হলেও আগামী বছর থেকে আরও বিস্তৃতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মহালয়া উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কেবি জর্জ রায় বলেন, "আজকের এই দিনটি আপামর সনাতন সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শুভ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা। আমরা কুবির সনাতনী শিক্ষার্থীরা আজ মুক্তমঞ্চে একত্রিত হয়ে আয়োজন করেছি দেবী বন্দনা। ক্যাম্পাসে এটি আমাদের তৃতীয়বারের মতো মহালয়া উদ্‌যাপন। এই পবিত্র প্রার্থনার মুহূর্তে আমরা সকলে একসঙ্গে প্রার্থনা করি মা দুর্গা যেন জগতের সকল প্রাণীর মঙ্গল সাধন করেন, দুঃখ-দুর্দশা দূর করে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেন।"

আমার ক্যাম্পাস/ফয়সাল

Link copied!