ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যবিপ্রবিতে "ব্যালেন্সিং দ্বীন এন্ড দুনিয়া" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫

যবিপ্রবিতে

ছবিঃ আমার ক্যাম্পাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি (আইকেএসএস) কর্তৃক নবীনবরণ ও "ব্যালেন্সিং দ্বীন এন্ড দুনিয়া" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন অংশে প্রশ্নোত্তর পর্ব, ইসলামি সংগীত পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এর পরিচালক ও বিশিষ্ট গবেষক অধ্যাপক মোঃ মোখতার আহমাদ এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা তানজিল আরেফিন আদনান।

এসময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমাদের জীবনের প্রকৃত সফলতা হলো আখিরাতের সফলতা, যেখানে ব্যর্থতা মানেই চরম দুর্ভোগ। এই সফলতা অর্জনের জন্য প্রয়োজন ধর্মীয় জ্ঞান ও উন্নত নৈতিকতা। কিন্তু দুঃখজনকভাবে সমাজে নৈতিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর অন্যতম কারণ প্রাথমিক স্তরে সঠিকভাবে ধর্মীয় শিক্ষা না পাওয়া। যদিও পাঠ্যপুস্তকে ধর্মীয় বিষয় অন্তর্ভুক্ত আছে, তবুও ধর্মীয় শিক্ষকের ঘাটতির কারণে শিক্ষার্থীরা প্রকৃত ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ করা জরুরি। এতে নৈতিকতার উন্নয়ন ঘটবে এবং আখিরাতের সফলতার পথ সুগম হবে।

সেমিনারে প্রধান আলোচক প্রফেসর মো. মোখতার আহমাদ শিক্ষার্থীদের জীবনে দ্বীন ও দুনিয়ার ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে বিশদ আলোচনা করেন। পরবর্তিতে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।
 
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আমার ক্যাম্পাস/ইমরান হোসেন

Link copied!