কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স ও নবী বন্দনার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর করিম,প্রধান আলোচক হিসেবে ছিলেন গাউছুল আজম জামে মসজিদের খতিব শাইখ আবদুল মুস্তফা রহিম আল-আজহারী, বিশেষ আলোচক হিসেবে ছিলেন কুমিল্লা কালেক্টর জামে মসজিদের খতিব সোহাগ উদ্দীন আল কাদেরী ও জাগরণ মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাবের হোসাইন।
অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন ইসলামি সংগীত শিল্পী শায়ের মহিউদ্দিন তানভীর, শায়ের তানভীর হোসাইন তারেক ও শায়ের সায়মুন রেজা কাদ্বেরী।
কুমিল্লা কান্দিরপাড় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মুফতী ইব্রাহিম আল কাদ্বেরীর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো রায়হান উদ্দিন জানান, “গাউছিয়া কমিটি বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য হলো ইসলামিক আদর্শের চর্চা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা। এর ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা ইসলামিক আদর্শের চর্চা চালিয়ে যাচ্ছি, যাতে তরুণ প্রজন্ম সুন্দরভাবে ইসলামকে ধারণ করতে পারে এবং সে অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে সক্ষম হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবীজি (সাঃ)-এর জীবনী সম্পর্কে জানতে পেরেছি এবং তাঁর শান-মান সম্পর্কিত নাতে রাসুল শ্রবণ করেছি। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা মানুষকে নবীজি (সাঃ) সম্পর্কে জানাতে ও ভালোবাসতে উদ্বুদ্ধ করতে চাই।”

আপনার মতামত লিখুন :