ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আমার ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভর্তি ফি কমাল বাঙলা কলেজ

বাঙলা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫

আমার ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভর্তি ফি কমাল বাঙলা কলেজ

ছবিঃ সংগৃহীত

সরকারি বাঙলা কলেজ প্রশাসন নতুন নোটিশে আগের তুলনায় ভর্তি ফি কমিয়েছে।

এর আগে ২য় বর্ষে ভর্তি ফি বাবদ সর্বোচ্চ ৪,২৮৫ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল, যেখানে অন্য কলেজগুলোতে (যেমন ইডেন মহিলা কলেজে) সর্বোচ্চ ৩,৪৮৫ টাকা পর্যন্ত নেওয়া হতো। এতে শিক্ষার্থীরা বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

"সুবিধা কম, ফি বেশি—বাঙলা কলেজে শিক্ষার্থীদের প্রশ্ন" শিরোনামে আমার ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসন নতুন নোটিশ জারি করে ভর্তি ফি কমিয়েছে। সংশোধিত পরিপত্র অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩,৩২০ টাকা এবং কলা ও বাণিজ্য অনুষদের জন্য ৩,১৯৫ টাকা।

ভর্তি ফি হ্রাসে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা মনে করছেন, শিক্ষার্থীদের দাবি ও সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার ফলেই এ ইতিবাচক পরিবর্তন এসেছে।

আমার ক্যাম্পাস

Link copied!