বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব ৩ এক্স ৩ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫-এ অংশ নেয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছেলে ও মেয়েদের দল। এতে ছেলেদের দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং মেয়েদের দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (১২ ই সেপ্টেম্বর ২০২৫) যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যবিপ্রবি ছেলেদের দল মাগুরা বাস্কেটবল ক্লাবকে ১৭–৯ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করে। অপরদিকে মেয়েদের দল জাস্ট ওমেন, নড়াইলকে ৬–৫ পয়েন্টে হারিয়ে রানার্সআপ হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছেলেদের দলগুলো হচ্ছে কেজিএস থান্ডার্সটম, চয়নিকা ক্রীড়া চক্র, ঈগল বাস্কেটবল ক্লাব, ব্রেইভ ওয়ারিয়ার্স ও ফোর বয়েজ, রিম গ্রেডিয়েন্টস, সুইস কাবাব, ১০০ কেজি সুইস ও চয়নিকা ক্রীড়া চক্র, মাগুরা ওয়ারিয়ার্স, পারলা বাস্কেটবল স্কোয়াড, কেজিএস থান্ডার্রটম, জাস্ট ওয়ান, গোরাইয়া গাড়ী, আইইউ, বাস্কেটবল স্কোয়াড মাগুরা, থান্ডার্সটম, জাস্ট থ্রি, জাস্ট টু ও চয়নিকা ক্রীড়া চক্র।
মেয়েদের দলগুলো হচ্ছে রিপন অটোস স্পোর্টস একাডেমি, সালাউদ্দিন সিদ্দিকী মেমোরিয়াল অ্যাসোসিয়েশন, মকসেদ শফী স্মৃতি ফাউন্ডেশন ও জাস্ট ওমেন।
যবিপ্রবি থেকে অংশগ্রহণ করা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রায়হান রাকিব এবং ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান।
দলের কোচ রায়হান রাকিব বলেন, তারুণ্যের এই ঝাঁকঝমক পূর্ণ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। ছেলে-মেয়েদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ তাঁদের পরিশ্রম এর কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। কয়েকজনের ইনজুরি থাকা সত্ত্বেও এই সাফল্য আসলেই আমাদের জন্য গৌরবের। পরেরবার ইনশাল্লাহ আমরাই চ্যাম্পিয়ন হব।
প্রসঙ্গত ৩ এক্স ৩ বাস্কেটবল হচ্ছে হাফ কোর্ট বাস্কেটবল। যেখানে প্রত্যেক দলে চার জন করে খেলোয়াড় থাকবে। তবে ম্যাচে প্রত্যেক দলে খেলবে তিন জন করে।
আপনার মতামত লিখুন :