রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২০০ নবীন শিক্ষার্থীকে কুরআন ও ডায়েরি বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের হাতে কুরআন সহ অন্যান্য সামগ্রী উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবি দাওয়াহ সোসাইটির সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ জামাল উদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকরা যোগ দেন।
এসময় নবীন শিক্ষার্থীদের কুরআন ও ফুল দিয়ে বরণ করা হয়। অন্য ধর্মাবলম্বী নবীনদের জন্য ডায়েরি উপহার দেওয়া হয়।এসময় বক্তারা ক্যারিয়ার গাইডলাইন বিষয় আলোচনা করেন।
নবীন শিক্ষার্থীরা জানান, এই আয়োজনে তারা পার্থিব জীবনের পাশাপাশি পরকালীন জীবনের জ্ঞানও অর্জন করেছেন।
তারা আরও বলেন, “শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা ছাড়া ভালো জীবন সম্ভব নয়। ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ অনুষ্ঠান আমাদের দিকনির্দেশনা দিয়েছে।”
সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার জানান, “গত বছরের মতো এবারও নবীনবরণ অনুষ্ঠান করেছি। দুনিয়া ও আখেরাত— উভয় দিকের কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
সভাপতি মোশারফ হোসেন বলেন, “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে কুরআন, চাবির রিং, টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। আলোচকদের দিকনির্দেশনা মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুন :