ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পটিয়ায় গ্রাম আদালতের ফরম ও রেজিস্টার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

পটিয়ায় গ্রাম আদালতের ফরম ও রেজিস্টার বিতরণ  এবং আলোচনা সভা অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গ্রাম আদালতের ফরমস, ফরমেট ও রেজিস্টার বিতরণ এবং গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমান।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইমতিয়াজ উদ্দিন মোরশেদ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন,,
গ্রাম আদালত ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ বিচারিক সেবা। এ সেবার মাধ্যমে গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে এবং এতে উচ্চ আদালতের মামলা জটও কমছে।”


তিনি আরও বলেন,,
গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিস্পত্তি ও নথি ব্যবস্থাপনায় ২০১৬ সালের বিধিমালা অনুসরণ করা আবশ্যক। সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (YPSA) এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে।”

সভায় জানানো হয়, গ্রাম আদালতের জন্য ১৭টি ফরম ও ৫টি রেজিস্টার বিধিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। এসব উপকরণ দীর্ঘদিন ফটোকপি করে ব্যবহার করা হলেও এখন প্রকল্পের পক্ষ থেকে ইউনিয়নসমূহে সরাসরি সরবরাহ করা হয়েছে, যা আদালতের নথিপত্র প্রস্তুত ও ডকুমেন্টেশন সহজ করবে।

অনুষ্ঠানে উপজেলার আওতাধীন ১৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার ক্যাম্পাস

Link copied!