যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সিঙ্গারায় রাবার ব্যান্ড পাওয়ার অভিযোগ উঠেছে । বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাসিরা মুন এ অভিযোগ করেছেন।
জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটায় যবিপ্রবির ক্যাফেটেরিয়া থেকে সিঙ্গারা কিনে পার্সেল করে বাসায় নিয়ে গেলে খাবার সময় এ রাবার ব্যান্ড দেখতে পান ঐ শিক্ষার্থী।
রাবার ব্যান্ড পাওয়ার বিষয়ে যবিপ্রবি শিক্ষার্থী মুনতাসিরা মুন বলেন, আমি ও আমার রুমমেট বান্ধবী যবিপ্রবির কেদ্রীয় ক্যাফেটেরিয়া থেকে ২টি সিঙ্গারা কিনে বাসায় নিয়ে যায়। খেতে গিয়ে দেখি সিঙ্গারার মধ্যে রাবার ব্যান্ড। এ ঘটনায় আমরা রীতিমতো অবাক। আমরা ক্যাফেটেরিয়ার নিয়মিত খাওয়া-দাওয়া করি। ঘটনাটা আমাদের বান্ধবীদেরকে জানালে এবং বিশ্ববিদ্যালয়ের গ্রুপে পোস্ট করলে ঘটনাটি সবার নজরে আসে।
অভিযোগের বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা সর্বদা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ এবং মানসম্মত খাবার নিশ্চিত করার চেষ্টা করি। এতদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আজকের ঘটনাটি সম্পূর্ণ ভুলবশত ঘটেছে। ওই শিক্ষার্থী যখন পার্সেল নিতে এসেছিল, তখন স্বাভাবিকের তুলনায় শিক্ষার্থীদের চাপ কিছুটা বেশি ছিল। সেই পরিস্থিতিতে দ্রুত কাজ করতে গিয়ে অসাবধানতাবশত রাবারটি খাবারের মধ্যে পড়ে গেছে। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল আর না ঘটে, সেজন্য আমরা আরো সতর্কভাবে কাজ করবো।
আপনার মতামত লিখুন :