রাজধানীর সাতটি সরকারি কলেজের মধ্যে বাঙলা কলেজের শিক্ষার্থীরা নানা বৈষম্য ও সুযোগ-সুবিধার ঘাটতির শিকার হচ্ছেন। ইডেন মহিলা কলেজে ২য় বর্ষে ভর্তি ফি সর্বোচ্চ ৩,৪৮৫ টাকা পর্যন্ত নেওয়া হলেও, বাঙলা কলেজে তা ৪,২৮৫ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
প্রথমত, ভর্তি ও ফরম পূরণের ক্ষেত্রে অন্য ছয়টি কলেজের তুলনায় বাঙলা কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ফি সব কলেজেই সমান থাকার কথা। শিক্ষার্থীরা এ বৈষম্যের সঠিক ব্যাখ্যা জানতে চান।
দ্বিতীয়ত, অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের প্রতি বছর পরিবহন ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। কিন্তু বাস্তবে এ কলেজে অনার্স শিক্ষার্থীদের জন্য বাস রয়েছে চাহিদার তুলনায় অনেক কম। অর্থাৎ শিক্ষার্থীরা এমন একটি সেবার জন্য অর্থ প্রদান করছেন, যা তারা চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। এতে তাদের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে।
এছাড়াও প্রতিটি বিভাগে পর্যাপ্ত ক্লাস নেওয়া হয় না। এই কলেজে নেই কোনো ক্যান্টিন। শিক্ষার্থীদের দুপুরে অনেক বেশি দাম দিয়ে বাইরে খেতে হয়। এদিকে কলেজের টয়লেট বা ওয়াশরুমগুলোর অবস্থা অত্যন্ত নাজুক, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, এই কলেজের শিক্ষার্থীরা নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশ্ন জাগে— যখন সুবিধা কম, তখন কেন বাঙলা কলেজ শিক্ষার্থীদের অন্য কলেজের তুলনায় বেশি ফি দিতে হবে?
শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন, এ অনিয়মের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে এবং দ্রুত সমস্যাগুলোর সমাধান করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা ও ন্যায্য ফি কাঠামো নিশ্চিত করা হয়।
আপনার মতামত লিখুন :