ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ইবি আল-কোরআন বিভাগের অবস্থান কর্মসূচি: কোরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

ইবি আল-কোরআন বিভাগের অবস্থান কর্মসূচি: কোরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ

ছবি: আমার ক্যাম্পাস

সাজিদ ও পোশাক ইস্যুতে কোরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে— ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শিক্ষক অবমাননা, মানিনা মানবো না’, ‘নোংরা রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লাশ নিয়ে রাজনীতি চলবে না’—সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “যে কোনো রাজনৈতিক বা অন্য যে কোনো ইসলামবিদ্বেষী গোষ্ঠীই এ ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা ইসলাম, হিজাব ও নারীদের নিয়ে কটূক্তি করে বিদ্বেষ ছড়াচ্ছে।কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কুরআন ও নারী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এমনকি কেউ কেউ বলেছেন, আল-কোরআন বিভাগের ছাত্রী নাকি ‘নেংটা হয়ে কোরআন পড়ে’। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনো নাস্তিকও করার সাহস দেখায়নি।”

তারা আরও বলেন, “আমরা কোনো ভুলের পক্ষ নিচ্ছি না, তবে সংশ্লিষ্ট শিক্ষক ইতোমধ্যে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। এরপরও তাকে বহিষ্কারের দাবি এবং ব্যক্তিগত আক্রমণ অগ্রহণযোগ্য। এটি ইসলামবিদ্বেষী ও শিক্ষাবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা কোনোভাবেই সাজিদ আব্দুল্লাহকে নিয়ে নোংরা রাজনীতি হতে দিতে চাই না।"

আমার ক্যাম্পাস/মাহফুজুল হক পিয়াস

Link copied!