গাজীপুরের কালিয়াকৈরে আট বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আশা মনিকে জয় কুমার নামে এক মাদকগ্রস্ত যুবক তিন দিন ধরে আটক রেখে ধর্ষণের ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা বৃহৎ বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টায় জননেতা আব্দুল মান্নান হল থেকে শুরু হওয়া র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষপর্যায়ে ক্যাম্পাসের ১২-তলা ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিচার ব্যবস্থা দ্রুততর করার পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে কঠোরতম শাস্তি বহাল রাখার দাবি তোলে
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, “অনতিবিলম্বে ধর্ষক জয় কুমারকে গ্রেফতার করে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ধর্ষকের সাজা ৯০ দিনের মধ্যে জনসম্মুখে ঘোষণা করা হোক।”
প্রাণ রসায়ন বিভাগের শাহপরান শুভ বলেন, “দিন দিন ধর্ষণের হার বাড়ছে, আমাদের মা—বোনরা অনিরাপদ। দ্রুততম সময়ে এই ধর্ষককে যাবজ্জীবন বা কঠোরতম সাজা দিতে হবে।”
বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা “ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই” “ধর্ষকের ফাঁসি চাই” “জয় কুমারের ফাঁসি চাই” ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি শ্লোগান দেন।
আপনার মতামত লিখুন :