ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আগুন নেভাতে দেরি নিয়ে প্রশ্ন, অব্যবস্থাপনা ও সক্ষমতার অভাব দেখছেন সাবেক ডিজিরা

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫

আগুন নেভাতে দেরি নিয়ে প্রশ্ন, অব্যবস্থাপনা ও সক্ষমতার অভাব দেখছেন সাবেক ডিজিরা

ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে। এর মধ্যে পুড়ে গেছে বিপুল পরিমাণ আমদানিকৃত মালামাল। এত সময় লাগা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা। তারা বলছেন, অব্যবস্থাপনা, সক্ষমতার ঘাটতি ও গাফিলতির কারণেই আগুন নেভাতে এত দেরি হয়েছে।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান বলেন, “অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই এই ভয়াবহতা ঘটেছে। এর আগেও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল, কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা নেওয়া হয়নি। এমনকি যদি আগুনটি পরিকল্পিতভাবেও লাগানো হয়ে থাকে, তাহলে গোয়েন্দা সংস্থারও গাফিলতি রয়েছে।”

আরেক সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “আমাদের ফায়ার ফাইটারদের দক্ষতা ও প্রস্তুতির ঘাটতি আছে। প্রতিটি অবকাঠামোয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত। ন্যূনতম অগ্নি সুরক্ষা ব্যবস্থা না থাকলে কোনো ভবন বা স্থাপনায় ছাড়পত্র দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “বিশেষ করে বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা থাকতে হবে। সেখানে যদি সাত ঘণ্টা লেগে যায়, তবে তা স্পষ্ট করে দেয় যে আমাদের প্রস্তুতিতে বড় ঘাটতি আছে।”

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বশির উদ্দিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “এই ঘটনায় কীভাবে আগুন লেগেছে এবং কেন তা নিয়ন্ত্রণে আনতে এত সময় লেগেছে, তা খতিয়ে দেখা হবে।”

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আমার ক্যাম্পাস

Link copied!