গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৯ সদস্য। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন।
তিনি জানান, “বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় জামিন পাওয়া ৯ জনের কাগজপত্র যাচাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই চলছে। সবকিছু ঠিক থাকলে তারাও মুক্তি পাবেন।”
কারা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন এরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তাদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।
যাচাই-বাছাই শেষে বুধবার দুপুরে ৯ জনকে মুক্তি দেওয়া হয়।
জেল সুপার আল মামুন আরও বলেন, “এ মামলার আরও চারজনের জামিনের নথি আমরা পেয়েছি। যাচাই প্রক্রিয়া শেষ হলে তারাও মুক্তি পাবেন।”
উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ঐ ঘটনায় একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে বিস্ফোরক আইনের মামলাতেও অনেক আসামি দণ্ডিত হন।
আপনার মতামত লিখুন :