ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত

ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া আরও ১১টি ইউনিট পথে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছে।

এদিকে, কার্গো ভিলেজের বাইরে আগুন দেখতে ভিড় করেছেন অসংখ্য উৎসুক মানুষ। তবে নিরাপত্তার স্বার্থে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জনতাকে ঘটনাস্থল থেকে সরে যেতে অনুরোধ জানানো হচ্ছে।

বেবিচক জানিয়েছে, আগুনের ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই পুনরায় ফ্লাইট অপারেশন চালু করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আমার ক্যাম্পাস

Link copied!