ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, এছাড়া আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিকেল সোয়া ৫টার দিকে জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে ৩৬টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পাশের অন্য গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ২টা ৩৪ মিনিটের দিকে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়, পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ইউনিট পাঠানো হয়। বিকেল পর্যন্ত মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস, বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছে।

ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক রয়েছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, গুদামের ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে।

আমার ক্যাম্পাস

Link copied!