ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত, গ্রেপ্তার ৫

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে দুই ভাই প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে পাঁচজনকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঘাঁসুরা এলাকার সুমন আলী (৩২), মারকইল গ্রামের রাকিব আলী (২৫), মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (৬০), শরীফুলের ছেলে তারেক মনোয়ার এবং ফুলবাড়ী গ্রামের ইউসুফ আলী।

ওসি মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার পর থেকেই পুলিশ গোয়েন্দা তৎপরতা বাড়ায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই পাঁচজনকে আটক করা সম্ভব হয়, যাদের মধ্যে চারজন মূল এজাহারভুক্ত আসামি।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের অনুসারীদের সঙ্গে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন।

বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মিলন আলী মারা যান। রাতেই মারা যান তাঁর ভাই আলম আলী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় নাচোল থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে হত্যা ও লুটপাটের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!