ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বরিশাল-চট্টগ্রামে হালকা বৃষ্টির আভাস, সারাদেশে থাকবে শুষ্ক আবহাওয়া

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

বরিশাল-চট্টগ্রামে হালকা বৃষ্টির আভাস, সারাদেশে থাকবে শুষ্ক আবহাওয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এতে আরও বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্য অংশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

আগামী ১৮ ও ১৯ অক্টোবর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্কই থাকবে। ২০ ও ২১ অক্টোবর সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ২৪ অক্টোবর নাগাদ দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে। সেটি পরবর্তীতে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা তখন জানা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!