ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

পুলিশের লাঠিপেটায় খুলে গেল জুলাই যোদ্ধা আতিকুলের কৃত্রিম হাত

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

পুলিশের লাঠিপেটায় খুলে গেল জুলাই যোদ্ধা আতিকুলের কৃত্রিম হাত

ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সেখানে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় তখন আহত হন জুনিয়ার আন্দোলনকারীদের একজন আতিকুল গাজী; এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাঁর কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

প্রতিদিনের ঘটনা সূত্রে জানা যায়, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে জুলাইযোদ্ধারা নিরাপত্তা বেষ্টনী টপকে সনদ স্বাক্ষরের মঞ্চ ঘিরে অবস্থান নেন। পরে মাঠে সরাতে গেলে পুলিশ–প্রতিবাদকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়; পুলিশের লাঠিচার্জে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরেরও খবর পাওয়া গেছে। ওই সংঘর্ষে আতিকুলও লাঠিপেটার শিকার হন এবং তার কাছের একজনের তোলা একটি ছবিতে দেখা যায় কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে আছে।

আতিকুল গাজী সম্পর্কে সংক্ষিপ্ত পরিভাষা দিয়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনের সময় উত্তরা-পশ্চিম এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি এক চোখ হারান; পরে অস্ত্রোপচারের মাধ্যমে হাতে করা ক্ষতি কাটাতে কৃত্রিম হাত ব্যবহার করে এসেছেন। গত দফায় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের পর তিনি আবারও আন্দোলনে অংশগ্রহণ করছিলেন।

ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডী এতে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জারা ছবিটি শেয়ার করে আতিকুলের পুরোনো একটি স্ট্যাটাস উদ্ধৃত করে মন্তব্য করেন। একটিভিস্ট পিনাকী ভট্টাচার্যও ছবিটি শেয়ার করে লিখেছেন, আতিকুলের ত্যাগ ও প্রতিবাদের প্রতি এমন আচরণ নিন্দাযোগ্য।

ঘটনার পর পুলিশের কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে কি-না—এ বিষয়ে ঘটনার সরাসরি অংশগ্রহণকারীরা একে-অপরকে উদাহরণ দেন; তবে সরকারি কোনো অফিসিয়াল বিবৃতি সংবাদপ্রস্তুতির সময় পাওয়া যায়নি।

এই ঘটনার পর সক্রিয়দের মধ্যে নিরাপত্তা, বিক্ষোভ চলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ এবং গুরুতর আহতদের পুনর্বাসন সংক্রান্ত প্রশ্নগুলো পুনরায় জাগে। ঘটনার বিস্তারিত তদন্ত ও আহত আতিকুলের স্বাস্থ্যগত অবস্থান সম্পর্কে পরবর্তী সময়ে নিশ্চিত তথ্য জানা গেলে তা রিপোর্ট করা হবে।

আমার ক্যাম্পাস

Link copied!