ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জহিরুল এবং মুনতাছির

কুবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫

কুবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জহিরুল এবং মুনতাছির

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম হিমেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মুনতাছির মামুন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সদ্য বিদায়ী সভাপতি মোঃ জাফরুল হাসান লিসান এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম হিমেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ৫ জন, সহ-সভাপতি ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, অর্থ সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ১ জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ১ জন এবং ১৯ জন কার্যকরী সদস্যসহ মোট ৪৪ জন সদস্য রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম হিমেল বলেন, "নারায়ণগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমরা একটি সুন্দর কমিটি পেয়েছি। আমরা চেষ্টা করব অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে। আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করব, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব এবং একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গঠনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গৌরবময় করে তুলব।"

সাধারণ সম্পাদক মুনতাছির মামুন বলেন,
"এটি আমার জন্য গর্ব ও দায়িত্বের বিষয়। আমি সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন, একাডেমিক ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা, এবং একটি শক্তিশালী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা। আমি সবার সহযোগিতা কামনা করছি।"

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

আমার ক্যাম্পাস

Link copied!