ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

দুই দশক পূর্তিতে উদযাপিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

দুই দশক পূর্তিতে উদযাপিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস

ছবিঃ আমার ক্যাম্পাস

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫। প্রতিষ্ঠার দুই দশক পূর্তিতে দিনব্যাপী নানান কর্মসূচির পরিকল্পনা থাকলেও সম্প্রতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ জোবায়েদ হোসেনের মৃত্যুকে স্মরণ করে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। 

"ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ" স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়ে। যা রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। র‌্যালিতে বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট ও দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেন।

এরপর শহীদ সাজিদ ভবনের নিচতলায় সকাল ১০টা ৩০ মিনিটে  চারুকলা অনুষদের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৫’ শীর্ষক প্রদর্শনীর আরম্ভ হয় যেখানে বিভিন্ন তরুণ শিল্পীদের সৃজনশীল চিত্র, রং, ভাস্কর্য এবং আলোকচিত্র দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

১২:৩০ এ বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, অর্জন ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

সভায় প্রধান অতিথি উপাচার্য বলেন “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা-গবেষণায় ধারাবাহিক অগ্রগতি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবাজেট বৃদ্ধি, নিয়মিত ক্লাস মনিটরিং, ফলাফল প্রকাশে গতিশীলতা এবং গবেষণায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নাধীন।”

তিনি আরও জানান, ‘গবেষণা সপ্তাহ’ আয়োজনের প্রস্তুতি চলছে এবং শিক্ষার্থীদের আবাসন সংকট আগামী বছর থেকে ধাপে ধাপে লাঘব করা হবে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।

দিবসের সমাপনীতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি, দেশ ও জাতির শান্তি এবং প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!