ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) একমাত্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৃজনীর ২০২৫–২৬ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ অক্টোবর (রবিবার) প্রকাশিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ওয়াসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বস্ত্রকৌশল (Textile) বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী রাজন হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পুরকৌশল (Civil Engineering) বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী গোবিন্দ দত্ত।
দীর্ঘদিন ধরে সৃজনী ডুয়েটের শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ, মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ওয়াসিম বলেন, “আমি আপনাদের ভালোবাসা ও আস্থায় সৃজনীর সভাপতির দায়িত্ব গ্রহণ করছি। সৃজনী ডুয়েটের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, যেখানে প্রতিভাবান শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা বিকশিত করে। আমি বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের ভেতরেই এক অদম্য সক্ষমতা নিহিত আছে।”
তিনি আরও বলেন, “আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে এমন একটি খোলামেলা ও বন্ধুসুলভ পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি প্রতিভাবান সদস্য নিজেকে প্রকাশ করে সেরাটা দিতে পারে। আমরা চাই আমাদের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং মানবিক ও সংবেদনশীল সমাজ গঠনে ভূমিকা রাখতে।”
উল্লেখ্য, সৃজনী প্রতিষ্ঠার পর থেকেই ডুয়েটের শিক্ষার্থীদের সাহিত্য, সংগীত, নাটক, আবৃত্তি ও সামাজিক সচেতনতা সম্পর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আসছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠনটি আরও সৃজনশীল, অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে সংস্কৃতিচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করবে এমন প্রত্যাশা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

আপনার মতামত লিখুন :