ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সোহরাওয়ার্দী কলেজে দলীয় রাজনীতি ঘিরে নতুন বিতর্ক

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

সোহরাওয়ার্দী কলেজে দলীয় রাজনীতি ঘিরে নতুন বিতর্ক

ছবিঃ আমার ক্যাম্পাস

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আবারও দলীয় ছাত্র রাজনীতি নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

একসময় যারা ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির বিরোধিতা করে আন্দোলন করেছিলেন, সেই একই মুখ এখন দলীয় ব্যানারে সংগঠন চালু করায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সোহরাওয়ার্দী কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম আকবর, আর সাধারণ সম্পাদক হয়েছেন মিনার রহমান।
এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ক্যাম্পাসে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এক বছর আগের একটি পুরোনো ভিডিও আবার ভাইরাল হয়, যেখানে দেখা যায় — কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছেন। ভিডিওতে বর্তমান সাধারণ সম্পাদক মিনার রহমানকে সেই আন্দোলনের সামনের সারিতে দেখা যায়। একইভাবে সভাপতি মো. গোলাম আকবরের পুরোনো এক পোস্টেও তিনি দলীয় রাজনীতির বিরোধিতা করেছেন বলে উল্লেখ আছে।

শিক্ষার্থীদের একাংশ বলছেন, “যারা আগে দলীয় রাজনীতির বিরোধিতা করেছেন, তারাই আজ দলীয় ব্যানারে প্রকাশ্যে আসায় বিষয়টি পরস্পরবিরোধী মনে হচ্ছে।”


এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মো: গোলাম আকবর বলেন,তখন যে পরিস্থিতি ছিল ছাত্রদের যে আগ্রহ ছিল,সোহরাওয়ার্দী কলেজের প্রায় সকলের রাজনীতি বন্ধের দাবি ছিল। আমরা তখন শিক্ষার্থীদের পালস বুঝে শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করি এবং প্রতিবাদ জানিয়েছি। এরপর ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি প্রচলনটা অগ্রাহ্য করেই ছাত্র সংগঠনগুলো পরিচালনা করছে। তখন এমন এক অবস্থা,যে তাদের প্রতিদ্বন্দ্বী কোন ছাত্র সংগঠন নেই। ফ্যাসিবাদি ছাত্রলীগের সময় যেমন রাজনীতি হয়েছে তেমনি দিকে এগিয়ে গেছে। তখন আমরা না চাইলেও, সাধারণ শিক্ষার্থী না চাইলেও, একটি পক্ষ যখন না থাকে তখন গণতান্ত্রিক সাম্য অবস্থা থাকে না। সাম্যবস্থার জন্যই আমরা এই আন্দোলন করেছি। একক প্রভাবমুক্তির জন্য এই আন্দোলন, এইজন্যই আমরা নতুন কমিটিতে ছাত্র রাজনীতিতে ব্যাক করেছি।


কমিটির সাধারণ সম্পাদক মিনার রহমান বলেন দলীয় দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমরা ক্যাম্পাসে করবো না আমরা চাই শিক্ষায় সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেড নিয়ে কাজ করা কিন্তু শিক্ষার্থীরা যদি মনে করেন আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেড নিয়ে কাজ করছি না তাহলে কমিটি থেকে অব্যতি নিয়ে ক্যাম্পাসের রাজনীতি করবো না 

কলেজের শিক্ষার্থীরা মনে করছেন, ক্যাম্পাসে দলীয় প্রভাব কমিয়ে সবার জন্য সমান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।

আমার ক্যাম্পাস/রিপন খন্দকার

Link copied!