স্বপ্নশিঁড়ি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কর্তৃক আয়োজিত হয়েছে ক্লিন ক্যাম্পাস এবং নবীনবরণ। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সংগঠন যেখানে নবীন বরণে শুধু অনুষ্ঠান করে স্বপ্নসিঁড়ি সেখানে আয়োজন করেছে ভিন্নধর্মী ক্লিন ক্যাম্পাস কর্মসূচি।
শুক্রবার বেলা ৯ঃ০০ টার দিকে তারা তাদের ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু করে। এবং এই কর্মসূচির অংশ হিসেবে তারা স্বাধীনতা স্মারক, স্মারক মাঠ, ক্রিকেট মাঠ এবং একাডেমি ভবন গুলোর আশেপাশে পরিছন্নতা কর্মসূচি চালায়। এবং বিকাল তিনটা থেকে প্রায় ২০০ নবীন সদস্যকে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়।
উক্ত আয়োজন নিয়ে সংগঠনটি সভাপতি ফাতিহুল ইসলাম সোভন বলেন "স্বপ্নসিঁড়ি একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মূলত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। তাই আমরা চিন্তা করলাম যে শুধু নবীন বরণ করলে তো আমরা সমাজে কোন বার্তা দিতে পারবো না তাই ক্লিন ক্যাম্পাসের মাধ্যমে সকলের কাছে এই বার্তাটা পৌঁছালাম দিলাম আমাদের ক্যাম্পাস আমাদেরকেই পরিষ্কার করতে হবে।"
সংগঠনটির আরেক সদস্য সিনথিয়া বলেন "আমরা প্রায় সময় আমাদের ক্যাম্পাস অপরিষ্কার রাখি , তাই আমরা চিন্তা করলাম যদি এটা পরিষ্কার করা যায় তাহলে কেমন হয়। যেহেতু আমরা নবীন সদস্যদের বরণ করতে যাচ্ছিলাম এখানে প্রায় ২০০ অধিক সদস্যকে বরণ করে নেওয়া হবে। তাহলে আমরা সবাই মিলে ক্যাম্পাস পরিষ্কার করলে কেমন হয় সেই ভাবনা থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি। "
উল্লেখ্য, স্বপ্নসিঁড়ি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা ২০১৮ সাল থেকে পথশিশুদের নিয়ে কাজ করছে। তারা মূলত রংপুরের বাবুপাড়া রেলওয়ে কলোনিতে প্রায় একশোর মতো শিশুকে শুক্র এবং শনিবার বিনামূল্যে পাঠদান কর্মসূচি পরিচালনা করে। পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে "
আপনার মতামত লিখুন :