ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

চুয়েটে শুরু হলো দুইদিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব ‘এনভিশন ২.০’

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

চুয়েটে শুরু হলো দুইদিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব ‘এনভিশন ২.০’

ছবিঃ আমার ক্যাম্পাস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব ‘এনভিশন ২.০’। বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই), চুয়েট শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবটি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, নেটওয়ার্ক তৈরি, নতুন ধারণার উদ্ভাবন এবং স্মরণীয় অভিজ্ঞতা অর্জনে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে বলে জানা যায়।

উৎসবে থাকছে বিভিন্ন প্রতিযোগিতা যেমন অটোক্যাড প্রতিযোগিতা (ক্যাডজিলা), কেইসকুয়েস্ট, রিসার্চ পেপার কম্পিটিশন, জি কোস্টার কম্পিটিশন, মেকানিক্স অলিম্পিয়াড, টেকসই সমস্যা সমাধান ও প্রেজেন্টেশন। আয়োজকরা জানিয়েছেন, এসব সেগমেন্টে অলশগ্রহণ শিক্ষার্থীদের প্রেজেন্টেশন স্কিল, সমস্যা সমাধান, টিমওয়ার্ক ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করবে।

উৎসবের প্রথম দিনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জি-রোলার কোস্টার প্রতিযোগিতা। দুপুরে শিক্ষার্থীরা অংশ নেয় টেকসই সমস্যা সমাধান ও প্রেজেন্টেশন পর্বে। পরে অনুষ্ঠিত হয় পূর্বে তৈরি করা জি-রোলার কোস্টার প্রকল্পের কার্যকারিতা যাচাই।

আগামীকাল দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে অটোক্যাড প্রতিযোগিতা, কেইসকুয়েস্ট, মেকানিক্স অলিম্পিয়াড এবং ক্যারিয়ার সেশন। দিন শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এসময় টেকসই সমস্যা সমাধান ও প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম ইভা জানান, “আজকের ইনভিশন-২.০-তে টেকসই সমাধান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এখানে কয়েকটি নকশা সমস্যা দেওয়া হয়েছিল, যা বাস্তবধর্মীভাবে সমাধান করে টেকসইতা বজায় রাখছে এমনটা দেখাতে হয়েছিল। এখানে অংশকগ্রহণকরে বেয়াহ ভালো লাগছে। নতুন অনেক কিছু শিখতে পারছি।”

এএসসিই সভাপতি আব্দুল ওয়াদুদ শিমুল বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞানকে বাস্তব ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের সঙ্গে যুক্ত করে প্রতিযোগিতায় সম্পৃক্ত করার চেষ্টা করি। শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ আমাদের আরও এ ধরনের কার্যক্রম আয়োজনের প্রেরণা দেয়। আশা করি, ভবিষ্যতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, চুয়েটের এএসসিই প্রতিবছরই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নপ ওডিসি, এনভিশনসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ সমস্ত প্রতিযোগিতা তাদের দক্ষতা ও গবেষণার আগ্রহ বৃদ্ধি সহ অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমার ক্যাম্পাস/জারীন তাসমীন সাবা

Link copied!