ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
রাকসু নির্বাচন

রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী ও জাতীয় খেলোয়াড় মোসা. নার্গিস আক্তার ক্রীড়া সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। বাকি তিনটি পদে— সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক হয়েছেন ছাত্রদল সমর্থিত নার্গিস আক্তার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

উল্লেখযোগ্যভাবে, সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

আমার ক্যাম্পাস

Link copied!