ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল শেখকে স্থায়ীভাবে এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত ২৭তম শৃঙ্খলা বোর্ডের সভায় বোর্ড সর্বসম্মতিক্রমে একজনকে স্থায়ী ও অন্যজনকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।”
অধ্যাপক সাদাত আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একাডেমিক কাউন্সিলের কাছে আপিল করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুজনই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলের আবাসিক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় গত ১ জুলাই সাধারণ শিক্ষার্থীরা হাদী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।
আপনার মতামত লিখুন :