ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ছবিঃ আমার ক্যাম্পাস

সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা । বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

জানা যায়, সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; সড়ক প্রশাসনের হয়রানি, মানি না মানবো; প্রশাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন” স্লোগান দেয়। 

অবরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “এই দেড় ঘন্টা অবরোধের কারণে কুষ্টিয়া জেলা প্রশাসক এক প্রকার বাধ্য হয়েছেন ১ সপ্তাহের ভিতরে রাস্তার গর্তগুলো সংস্কার করবে। ২২ তারিখের পর রোড সংস্কারের নিয়ম অনুযায়ী তারা সংস্কার করবে। আগামী ১ সপ্তাহের ভিতরে জেলা প্রশাসন যদি এই কাজগুলো করতে ব্যর্থ হয় তাহলে আগামীদিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আগামী ১ সপ্তাহের মধ্যে রাস্তার গর্তগুলো সংস্কার করা হবে। এবং পরবর্তীতে রাস্তা পুরোপুরি সংস্কার করা হবে। এ সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে।”

এদিকে অবরোধ চলাকালে দুই পাশের যানবাহন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন যাত্রী। এসময় গাড়ি চালকরা বলেন, “এরমকম হুটহাট রাস্তা আটকে দেওয়ায় আমরা ভোগান্তিতে পড়ি। দূরদূরান্তের গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমরাও চাই এই সড়ক সংস্কার করা হোক। কিন্তু এই অবরোধের কথা আমাদের আগেই জানিয়ে দিলে আমরা গাড়ি নিয়ে এই সড়কে আসতাম না। ফলে আমাদের ভোগান্তি হতো না।”

আমার ক্যাম্পাস/মাহফুজুল হক পিয়াস

Link copied!