ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়

মেসের মিল রেট নিয়ে ইবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪ জন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

মেসের মিল রেট নিয়ে ইবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪ জন

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মেসের মিল রেট নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়া সদরের পিটিআই রোডের একটি মেসে এই ঘটনা ঘটে। এতে মেস মালিকসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম রোহান, ২০২১-২২ শিক্ষাবর্ষের সজীব ইসলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী হাসিবুজ্জামান নয়ন এবং মেস মালিক তুহিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিল রেট ৪০ বা ৪৫ টাকা নির্ধারণ করা হবে—এ নিয়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। সংঘর্ষে আহত সজীব ইসলামকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সজীব ইসলাম অভিযোগ করেন, “শুক্রবার রাতে মেসে মিলের বিষয়ে কথা বলার সময় রোহান ভাই হঠাৎ ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল করেন। প্রতিবাদ করলে তিনি আমার মুখে ও মাথায় ঘুষি মারেন এবং মাটিতে ফেলে পা দিয়ে আঘাত করেন।”

অন্যদিকে মনিরুল ইসলাম রোহান বলেন, “রাত ৯টার দিকে সজীব ও কয়েকজন আমাকে হিসাব করতে ডাকে। খাবারের বিল নিয়ে সামান্য মতবিরোধ হয়, কিন্তু পরে তা মিটে যায়। কিছুক্ষণ পর তারা কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রদলের কয়েকজনকে নিয়ে এসে আমার ওপর হামলা চালায় এবং এলাকা ছাড়ার হুমকি দেয়।”

মেস মালিক তুহিন জানান, “শুরুতে আমি উপস্থিত ছিলাম না। পরে শব্দ শুনে নিচে নেমে আসি। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু সজীব তার বন্ধুদের ডেকে আনে। এতে বাইরে ধস্তাধস্তি হয় এবং আমি নিজেও আহত হই। পরে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”

ঘটনার পর উভয় পক্ষই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!