ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
গন বিশ্ববিদ্যালয়

গকসু নির্বাচন: বাইরে উত্তেজনা, বহিরাগতদের ভিড়ে শিক্ষার্থীদের উদ্বেগ

গবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

গকসু নির্বাচন: বাইরে উত্তেজনা, বহিরাগতদের ভিড়ে শিক্ষার্থীদের উদ্বেগ

ছবিঃ আমার ক্যাম্পাস

সাত বছরের অপেক্ষার পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ক্যাম্পাসের ভেতরে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে, তবে প্রধান ফটক ও আশপাশের এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বহিরাগতদের একটি দল জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এতে ভোটকেন্দ্রে প্রবেশ করা অনেক শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ উঠেছে, বহিরাগতদের মাধ্যমে প্রচারণারও চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জিএস পদপ্রার্থী মো. জাহিদ হাসান বলেন, “আইনশৃঙ্খলার বিষয়টি আমাদের জন্য বড় উদ্বেগের কারণ। পুলিশের উপস্থিতি থাকলেও বাইরে অনেক অচেনা চেহারা ঘোরাফেরা করছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

অন্যদিকে নির্বাচন কমিশনের সদস্য আলী আজম খান জানান, “ক্যাম্পাসের ভেতরে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। বাইরে কী ঘটছে তা আমাদের জানা নেই। তবে এ ধরনের ঘটনা প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

আমার ক্যাম্পাস

Link copied!