ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বুটেক্সে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব ২০২৫

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫

বুটেক্সে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব ২০২৫

“রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা” স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব ২০২৫। এ উৎসবটি আয়োজন করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)। সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে এবারের উৎসবে বিশেষ থিম হিসেবে রাখা হয়েছে ফিলিস্তিন।
 
দুই বিভাগে বিভক্ত এ প্রতিযোগিতার বাংলা বিভাগে অংশ নেবে দেশের বিভিন্ন স্কুল-কলেজের ৩২টি দল এবং বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল। ইংরেজি বিভাগে অংশ নেবে বিভিন্ন ক্লাবের ৪৪টি দল। আন্তঃস্কুল-কলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ১১ জন মূল বিচারক এবং ২০ জন আমন্ত্রিত বিচারক বিচারকার্যের দায়িত্ব পালন করবেন।
 
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে ইংরেজি বিভাগের বিতর্ক। ধারাবাহিকভাবে চলতে থাকা এ আয়োজন ২০ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান, বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক রিফাত জাহান, বুটেক্সডিসির অ্যালামনাই, বিতার্কিক ও আমন্ত্রিত অতিথিরা।
 
বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি আলভি সালমান বলেন, বুটেক্সডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ এটিকে আমরা প্রতিযোগিতা নয় বরং উৎসব বলি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩২টি স্কুল-কলেজ ও ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসবে, তারা বুটেক্সকে চিনবে, আমাদের মানুষগুলোকে জানবে, বুঝবে আমাদের গুরুত্বকে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আমরা বুটেক্সকে একটি উৎসব উপহার দিতে পারবো।
এবারের “রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা” প্রতিপাদ্যের মাধ্যমে এই আশাবাদই ব্যক্ত করার চেষ্টা করা হয়েছে যেন আমাদের সুন্দর সুন্দর ইচ্ছেগুলোর সীমানা গাজার মানুষগুলো অবধি পৌঁছে এবং তাদের জীবনও যেন আমাদের ইচ্ছেগুলোর মতো সুন্দর হয়ে ওঠে। 

সাধারণ সম্পাদক মো. তামজিদুর রহমান বলেন, বুটেক্সডিসি সবসময়ই যুক্তি, সমালোচনামূলক চিন্তা ও মুক্ত অভিব্যক্তির চর্চাকে এগিয়ে নিতে কাজ করে আসছে। জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ আমাদের সেই ধারাবাহিক প্রয়াসের এক অনন্য সংযোজন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ বিতার্কিকরা একত্রিত হয়ে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, যুক্তির প্রতি আস্থা এবং সত্য অনুসন্ধানের চেতনা লালন করবে। আমরা বিশ্বাস করি এই আয়োজন আগামী প্রজন্মকে আরো উদার, প্রজ্ঞাবান এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

আমার ক্যাম্পাস

Link copied!