ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস দ্যুতি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের সদস্যরা সাভার থানায় যোগাযোগ করলেও তাঁদের শুক্রবার (১৭ অক্টোবর) সকালে থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
নিখোঁজ দ্যুতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি টাঙ্গাইল সদরে। তিনি আহসান হাবিব ও মারিয়া বেগমের মেয়ে।
পরিবার ও সহপাঠীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে দ্যুতি তাঁর এক সহপাঠীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে এক হাজার টাকা ধার নেন এবং জানান, তিনি টাঙ্গাইলের বাড়িতে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পর, প্রায় দুইটা চল্লিশ মিনিটে, তিনি মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে তাঁরা সাভার থানায় বিষয়টি জানান। থানার পক্ষ থেকে তাঁদের পরদিন সকালে উপস্থিত হতে বলা হয়।
দ্যুতির এক সহপাঠী বলেন, “ওর এমনভাবে নিখোঁজ হওয়া একদমই অস্বাভাবিক। ও এমন প্রকৃতির মেয়ে না যে হুট করে কোথাও চলে যাবে বা পালিয়ে যাবে।”
পরিবারের সদস্য ও সহপাঠীরা জানিয়েছেন, দ্যুতির সঙ্গে সম্প্রতি কোনো ধরনের পারিবারিক বা ব্যক্তিগত মনোমালিন্যের ঘটনা ঘটেনি।
এদিকে, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিউটি অফিসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :