ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়

সাজিদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

সাজিদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ছবিঃ আমার ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামীপন্থী শিক্ষক দিয়ে গঠিত নিয়োগ বোর্ড বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তব্য দেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। তিনি বলেন, “আমাদের ভিসি স্যার একজন মেধাবী শিক্ষক। আমরা চাই তিনিও যেন মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেন। কিন্তু দেখা যাচ্ছে, এখন ছাত্রলীগ ও আওয়ামীপন্থীদের পুনর্বাসন করা হচ্ছে। এটা আমরা মেনে নেব না। সাজিদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “ভিসি স্যারকে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে মার্কশিট থেকে শুরু করে নানা বিষয়ে শিক্ষার্থীরা ভোগান্তিতে আছে। এসব বন্ধে প্রশাসনকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

আহ্বায়ক সাহেদ আহম্মেদ প্রশাসনের সমালোচনা করে বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অথর্ব ও নির্লজ্জ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বোর্ডগুলোতে ফ্যাসিস্ট শিক্ষক ও ছাত্রলীগপন্থীদের পুনর্বাসন করা হচ্ছে। এসব বোর্ড অবৈধ। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি-এই সময়ের মধ্যে নিয়োগ বোর্ড বাতিল ও সাজিদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে কারা আছেন তা প্রশাসন গোপন রাখছে। “গত বছর ফোকলোর বিভাগে ছাত্রলীগ নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। গতদিনও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ফ্যাসিস্টদের অংশগ্রহণে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা এ অবস্থা মেনে নেব না,” বলেন তিনি।

আমার ক্যাম্পাস/মাহফুজুল হক পিয়াস

Link copied!