ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়

ভারতীয় আগ্রাসন ও স্বৈরাচার উৎখাত আন্দোলনের প্রথম শহীদ আবরার ফাহাদ: ইবি ভিসি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫

ভারতীয় আগ্রাসন ও স্বৈরাচার উৎখাত আন্দোলনের প্রথম শহীদ আবরার ফাহাদ: ইবি ভিসি

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন,

“আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আগ্রাসনবাদী ও এদেশীয় স্বৈরাচার উৎখাত আন্দোলনের প্রথম শহীদ।
তিনি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন, আর তার আত্মত্যাগ পরবর্তী আন্দোলনের পথ দেখিয়েছে।”

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে
উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন,

“আবরার শুধু একটি নাম নয়, তিনি আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক।
তার আত্মত্যাগেই তরুণ প্রজন্ম উজ্জীবিত হয়ে জুলাই–আগস্টের অভ্যুত্থানে অংশ নেয়।
সেই আন্দোলনের ফলেই আমরা ভারতীয় আগ্রাসনের দেশীয় খুঁটি শেখ হাসিনাকে উৎখাত করতে পেরেছিলাম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী,
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক,
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম,
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান,
এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

আমার ক্যাম্পাস

Link copied!