ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

ছবিঃ আমার ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম ও তার কয়েকজন বন্ধু ছোট দেওয়ানপাড়ার শাকিলদের মালিকানাধীন পুকুরে গোসল করতে যান। এ সময় শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের বাধা দিয়ে মারধর করেন। পরে বিষয়টি গ্রাম দুটির মধ্যে ছড়িয়ে পড়লে রাতের আঁধারে উত্তেজনা দেখা দেয়।

রাত গভীর হলে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র, বল্লম, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইটের আলোতে একে অপরের ওপর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে পুনরায় কোনো সংঘর্ষ না ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমার ক্যাম্পাস

Link copied!