ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রাকসুতে পটিয়ার রফিকুল ইসলাম শান্তুর বিজয়

কন্ট্রিবিউটিং রিপোর্টার ,পটিয়া

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

রাকসুতে পটিয়ার রফিকুল ইসলাম শান্তুর বিজয়

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম শান্তু বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। তিনি শেরে বাংলা হল সংসদের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, রফিকুল ইসলাম শান্তু তার প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন। ভোটারদের একাংশ জানিয়েছেন, শান্তু শুরু থেকেই ছাত্রসমাজের প্রিয় মুখ ছিলেন—সহজ-সরল ব্যবহারে, যুক্তিবাদী চিন্তায় ও সাহিত্য-সংস্কৃতি চর্চায় তিনি নিজেকে আলাদা করে তুলেছিলেন।

রফিকুল ইসলাম শান্তু চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রসিদাবাদ গ্রামের সন্তান। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Applied and Computational Mathematics বিভাগে ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয় জীবনে শান্তু বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন, সাহিত্যিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমেও নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে শেরে বাংলা হলের শিক্ষার্থীদের মধ্যে একতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটেছে বলে সহপাঠীরা জানিয়েছেন।

রফিকুল ইসলাম শান্তুর এই সাফল্যে পটিয়ার সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত। তাঁর গ্রামের স্থানীয় শিক্ষক, সামাজিক সংগঠক ও শুভানুধ্যায়ীরা জানিয়েছেন—এটি শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, বরং পটিয়ার মাটির সন্তানদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের গৌরবময় প্রতিফলন।

শান্তুর প্রাক্তন শিক্ষক এক প্রতিক্রিয়ায় বলেন, "রফিকুল ইসলাম শান্তু ছোটবেলা থেকেই মেধাবী, বিনয়ী ও লক্ষ্যনিষ্ঠ। আজকের এই অর্জন তার দীর্ঘদিনের অধ্যবসায়ের ফল।"

বিজয়ের পর রফিকুল ইসলাম শান্তু এক প্রতিক্রিয়ায় বলেন, "এই বিজয় আমার নয়—এটা সেই শিক্ষার্থীদের বিজয়, যারা চিন্তা ও সংস্কৃতির শক্তিতে সমাজ বদলাতে চায়। আমি চেষ্টা করব, বিতর্ক ও সাহিত্যকে ক্যাম্পাসে নতুন উচ্চতায় নিয়ে যেতে।"

এলাকাবাসী, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাঁর আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করেছেন। তাঁদের আশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব ও সাহিত্যচর্চার মাধ্যমে তিনি একদিন জাতীয় পর্যায়েও উজ্জ্বল ভূমিকা রাখবেন।

আমার ক্যাম্পাস

Link copied!