ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লা নামে বিভাগের দাবিতে ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

কুমিল্লা নামে বিভাগের দাবিতে ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা নামে বিভাগের দাবিতে পাঁচ হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন জেলার তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হয় এই ব্যতিক্রমী কর্মসূচি।

জুমার নামাজের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা মোটরসাইকেল নিয়ে এসে জড়ো হতে থাকেন হোটেল নুরজাহানের সামনে। অল্প সময়েই পুরো মহাসড়কটি পরিণত হয় বাইকারদের মিলনমেলায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, টি-শার্ট ও ব্যানারে লেখা ছিল— "দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই।" এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। পথচারী ও স্থানীয় দোকানিরাও দাঁড়িয়ে এই উদ্যোগকে সমর্থন জানান।

শোভাযাত্রায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন ও নুর মোহাম্মদ মজুমদার বলেন,

“প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। কুমিল্লার রয়েছে হাজার বছরের ঐতিহ্য। কিন্তু যখনই কুমিল্লা নামে বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়, তখনই নানা মহলের ষড়যন্ত্র শুরু হয়।”

তারা আরও বলেন,

“বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর কুমিল্লাতেই অবস্থিত। তাই দেরি না করে অবিলম্বে ‘কুমিল্লা বিভাগ’ ঘোষণা করতে হবে।”

শোভাযাত্রায় নিরাপত্তার দায়িত্বে ছিল স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগ। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

দীর্ঘদিন ধরেই কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে নানা শ্রেণি-পেশার মানুষ সোচ্চার। শুক্রবারের এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সেই দাবিকে আরও জোরালো করল বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

আমার ক্যাম্পাস

Link copied!