ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মালিবাগের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার চার

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

মালিবাগের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার চার

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ব্যাপক তদন্ত চালাচ্ছিল।

ঘটনা ঘটে গত ৮ অক্টোবর, রাত প্রায় তিনটায় মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দুই সদস্য বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে স্বর্ণ চুরি করে।

দোকান মালিক জানায়, তার দোকানে প্রায় ৪০০ ভরির স্বর্ণের জুয়েলারি ও ১০০ ভরির বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া দোকানে ৪০ হাজার টাকার নগদও ছিল। চোররা সবকিছু লুটে নিয়ে যায়।
 

আমার ক্যাম্পাস

Link copied!