ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

সরকারের ভেতরে আরেকটি সরকার কাজ করছে : নিলোফার মনি

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫

সরকারের ভেতরে আরেকটি সরকার কাজ করছে : নিলোফার মনি

নিলোফার চৌধুরী মনি। ছবিঃ সংগৃহীত

বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি দাবি করেছেন, সরকারের ভেতরে আরেকটি সরকার কার্যকর রয়েছে। এক বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “এটা শুধু আমরা বলি না, দেবপ্রিয় ভট্টাচার্য বা সুজন মজুমদারও একই কথা বলেছেন। তারা তো সরকারের সঙ্গেই কাজ করেন। অর্থাৎ সরকারের ভেতরে থেকেও এই অভিযোগ এসেছে।”

সম্প্রতি আলোচনায় থাকা “মব” প্রসঙ্গ টেনে নিলোফার মনি বলেন, আগে যাদের সন্ত্রাসী বলা হতো, এখন তাদের ‘মব’ বলা হচ্ছে। শব্দ বদলেছে, কিন্তু অপরাধের ধরন একই রয়ে গেছে। “আগে যেমন বলা হতো মগের মুল্লুক, এখন হচ্ছে মব। কেবল শব্দের রূপান্তর ঘটেছে।”

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চলছে। “প্রধান উপদেষ্টাও বলেছেন, যারা সরকারকে নির্বাচন পর্যন্ত থাকতে দিতে চায় না, তারাই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই ধরনের পরিস্থিতি তৈরিতে সরকারের ভেতরকার একটি অংশও জড়িত।”

আলোচনার একপর্যায়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিবকে উদ্দেশ করে নিলোফার মনি বলেন, “নতুন করে আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে। আপনারাই তাদের সেই সুযোগ দিয়েছেন। যদি প্রথম দিন থেকেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো, অবৈধ অর্থের উৎস খুঁজে বের করে ক্রোক করা হতো, তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত।”

আমার ক্যাম্পাস

Link copied!