ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শিবিরকে হারাতে হলে মেধা ও গঠনমূলক রাজনীতি প্রয়োজন: ড. মির্জা গালিব

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

শিবিরকে হারাতে হলে মেধা ও গঠনমূলক রাজনীতি প্রয়োজন: ড. মির্জা গালিব

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির সভাপতি ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেন, শিবিরকে টক্কর দিতে হলে মেধাবী হতে হবে। তিনি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এই মন্তব্য করেন।

ড. গালিব বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্রার্থীরা প্রাধান্য পেয়েছে। উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় উল্লেখ করেন, যেখানে শিবির-সমর্থিত প্রার্থীরা প্রায় সব গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন। অন্যদিকে, ছাত্রদল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী সংগঠন সীমিত জয় পেয়েছে।

তিনি আরও বলেন, “পুরোনো ধারার রাজনীতি দিয়ে বর্তমান প্রজন্মকে আর আকৃষ্ট করা সম্ভব নয়। সন্ত্রাস, চাঁদাবাজি বা ক্ষমতার রাজনীতি দিয়ে ছাত্রদের মন জিততে পারা যাবে না। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে হলে মেধা, গঠনমূলক রাজনীতি এবং ব্যক্তিত্বের সৌন্দর্য থাকতে হবে।”

ড. গালিবের মতে, এই ধরনের রাজনীতি ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থী সমাজে যুক্তি ও চিন্তার জায়গা বাড়াবে।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় হয়। প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

আমার ক্যাম্পাস

Link copied!