ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের উপহার পাচ্ছে শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

তারেক রহমানের উপহার পাচ্ছে শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি বাস উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কলেজ শিক্ষার্থীদের পরিবহন সংকটের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পর তারেক রহমান এই সিদ্ধান্ত নেন। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ বলেন, সরকারি আজিজুল হক কলেজে তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই দেওয়ার পর শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় পরিবহন সংকটের দাবি তুলেন। সেই পোস্ট তারেক রহমানের নজরে এলে তিনি বাস দেওয়ার ব্যাপারে সম্মতি দেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি ভোটের আগেই বাস দুটি পাওয়া যাবে। এই সিদ্ধান্তের পর কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

উল্লেখ্য, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং উত্তরাঞ্চলের স্বনামধন্য কলেজ। এখানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম চলছে। এছাড়া একাধিক বিষয়ে ডিগ্রি (পাস) কোর্স চালু রয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!