ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

গাজা ও সুমুদ ফ্লোটিলার সমর্থনে রাজধানীতে কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

গাজা ও সুমুদ ফ্লোটিলার সমর্থনে রাজধানীতে কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রারত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক সিয়াম উদ্দিন সিফাত এ তথ্য জানান।

বার্তায় জানানো হয়, বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর সায়েন্সল্যাব থেকে কর্মসূচি শুরু হবে। সেখান থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ করা হবে। সমাবেশে ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদ জানানো হবে এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য ও মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সম্প্রতি আটকে দিয়েছে ইসরায়েল। এ ঘটনায় শুধু ফিলিস্তিন নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় ওঠে। ইস্তানবুল, অ্যাথেন্স, বুয়েনস আয়ারেস, রোম, বার্লিন ও মাদ্রিদসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বহু বিশ্বনেতা এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং আটক হওয়া যাত্রীদের মুক্তি, যথাযথ কনস্যুলার সেবা ও মানবিক সহায়তার পথ উন্মুক্ত করার আহ্বান জানান।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ জন অংশ নেন, যাদের মধ্যে অধিকারকর্মী, সাংবাদিক এবং ইতালি ও স্পেনের সংসদ সদস্যরাও ছিলেন। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল অবরুদ্ধ গাজার সাধারণ মানুষের কাছে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

আমার ক্যাম্পাস

Link copied!