রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামা মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা আলোচনার আশ্বাস পাওয়ার পর অবশেষে সড়ক ছেড়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাঁচ দফা দাবিতে তারা অবরোধ শুরু করেছিলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মালয়েশিয়ার ভিসা থাকার পরও টিকিট সিন্ডিকেটের কারণে তারা যেতে পারছেন না। অনেকে দুই থেকে তিন বছর ধরে অপেক্ষায় রয়েছেন, তবুও সমাধান হয়নি। প্রতিজনকে ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হলেও নতুন করে অর্থ দাবি করা হচ্ছে। এ ছাড়া ট্রেনিংয়ের নামে নানা হয়রানির অভিযোগও তুলেছেন তারা।
সবশেষ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও সমস্যার সুরাহা হয়নি বলে জানান আন্দোলনকারীরা।
অবরোধ চলাকালে যান চলাচলে ভোগান্তি তৈরি হলে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি আলোচনার আশ্বাস দিলে আট সদস্যের প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে যান। পরবর্তীতে তারা অবরোধ তুলে নেন।

আপনার মতামত লিখুন :