ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ইসরায়েলকে এখনই থামাতে হবে: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

ইসরায়েলকে এখনই থামাতে হবে: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ নামে মানবিক ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরে হামলা ও বন্দীকারণের ঘটনাকে কেন্দ্র করে শক্ত সমালোচনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ইসরায়েলকে এখনই থামাতে হবে।” খবর আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে পাওয়া তথ্যে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ঘটনার সময় নৌবহরে থাকা ২৩ জন মালয়েশিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করেছে। তিনি আরও বলেন, আটকদের মুক্তি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের প্রধান দেশগুলো—তুরস্ক, মিশর ও কাতারসহ—সম্পৃক্ত নেতাদের সহায়তা চাইবেন।

ভিডিও বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, ইসরায়েলের কড়া সব প্রক্রিয়া ও শাসন ব্যবস্থা মানুষের অধিকার ও মর্যাদা নস্যাৎ করছে; তাই সেটিকে অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি যোগ করেন, যেখানে মানুষের মর্যাদা ও মৌলিক অধিকারের হানিনা হচ্ছে সেখানে মালয়েশিয়া চুপ করে থাকবে না।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বারবার গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছে; এইযাত্রায় নৌবহরের ওপর হামলা ও লোকজন আটক করার সংবাদ আন্তর্জাতিক আগ্রহ ও নিন্দার জন্ম দিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে কাউকে অবিলম্বে রিলিজের জন্য কূটনৈতিক তৎপরতা চালাবেন—ওই মন্তব্যও তার ভিডিও বক্তব্যে পাওয়া গেছে।

আমার ক্যাম্পাস

Link copied!